ঢাকা, মঙ্গলবার ২৬ মে ২০২০, ১২ই জ্যৈষ্ঠ, ১৪২৭ বঙ্গাব্দ


Notice: Undefined variable: i in /home/bornomalatv/public_html/wp-content/themes/smrlit/single.php on line 21

ঈদের ছুটিতেও পর্যটকশূণ্য শাহপরীর দ্বীপ জেটি ঘাট

প্রকাশিত : ০২:০৬ পূর্বাহ্ণ, ১৫ আগস্ট ২০১৯ বৃহস্পতিবার ১২০ বার পঠিত

নিউজ ডেস্ক
alokitosakal

দীর্ঘ দেড় কিলোমিটার বিশাল লম্বা জেটি দেখতে অনেক সুন্দর। জেটি থেকে মায়ানমারের পাহাড় ও ঘরবাড়ী দেখা যায়। বোটে করে মায়ানমার থেকে গরু, চাউল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিস এনে জেটিতে তুলে। জেটির আশেপাশে নাফ নদীতে অনেক মাছ ধরার বোট ভাসমান অবস্থায় আছে।

জেটিতে দাড়িয়ে সুন্দর প্রকৃতি উপভোগ করতে পর্যটকদের বেশ দারুন লাগে। মনে হয় যেন আকাশ, পাহাড় আর পানি একসাথে ঘনিভূত। জেটির একদম শেষ প্রান্ত থেকে মায়ানমারের রোহিঙ্গাদের গ্রাম দেখা যায়। দুই বছর আগে মায়ানমারের সেনাবাহিনীরা রোহিঙ্গাদের উপর নির্যাতন করছিল যার কারণে সবুজ গ্রামগুলি তাদের নির্যাতন থেকে রেহাই পায়নি।

জেটির মাঝপথ দিয়ে নদী দেখতে খুব ভাল লাগে। শেষ বিকেলের দিকে আকাশের মেঘ আরো সুন্দর দেখা যায়।

মাঝে মধ্যে সেন্টমার্টিনের উদ্দেশে যাত্রীবাহী কতগুলো বোট দেখা যায়। নদীর মাঝখানে অনেক জেলে জাল ফেলে মাছও ধরে। ঐ এলাকার আয়ের প্রধান উৎস হল মাছ। তারা মাছ ধরে বিভিন্ন জায়গায় বিক্রি করে। ঐ দীপে নিত্যপ্রয়োজনীয় জিনিস খুব সহজেই মিলে। স্থানীয় মানুষেরা বলেন, অন্যান্য জিনিসের সংকট হলেও মাছের সংকট একদম নেই বললেই চলে ও নদীতে জাল ফেলামাত্র মাছ পাওয়া যায়।

প্রতিবছর ঈদ মৌসুমে পর্যটকের পদচারণায় মুখর হয়ে উঠলেও এবার পর্যটন এলাকা শাহপরীর দ্বীপে দেখা গেছে ভিন্ন দৃশ্য। শাহপরীর দ্বীপ জেটি ঘাটে নেই পর্যটকদের ভিড়। এতে চরম লোকসানের মুখে পর্যটন ব্যবসায়ীরা।

শুধু শাহপরীর দ্বীপ নয়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাবে একই অবস্থা টেকনাফের বিভিন্ন পর্যটক স্পটগুলোতে। ফলে ঈদের মৌসুমে চরম লোকসানের মুখে পড়েছে আবাসিক হোটেল-মোটেল এবং পরিবহন খাতের সংশ্লিষ্টরা।

শাহপরীর দ্বীপে প্রকৃতিকে কাছে পেতে শাহপরীর দ্বীপ জেটি ঘাটে ভিড় জমান পর্যটকরা । জেটি ঘাটে ভিড় লেগেই থাকত। কিন্তু এবার সেইসব পরিচিত জায়গা পর্যটকশূণ্য। পর্যটন ব্যবসায়ী আয়ুব বাপ্পি বলছেন, প্রতিবছর তুলনায় এবার পর্যটক কম। এতে লোকসানের মুখে পড়েছে ব্যবসায়ীরা।

যোগাযোগ ব্যবস্থা, রাস্তাঘাটের বেহাল দশা এবং প্রবল বৃষ্টির কারণে পর্যটক সমাগম হয়নি বলে মনে করেন এই খাতে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

তবে পর্যটক না থাকলেও নিরাপত্তায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বছর জুড়ে পর্যটকের ভীড় লেগে থাকে।

প্রাকৃতিক দূর্যোগ কাটিয়ে প্রতিটি স্পটগুলোর পর্যটন ব্যবসা আবারো ঘুরে দাঁড়াবে এমন আশায় বুক বেঁধে আছেন ব্যবসায়ীরা।

শেয়ার করে সঙ্গে থাকুন, আপনার অশুভ মতামতের জন্য সম্পাদক দায়ী নয়। আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি বর্ণমালা টিভি'কে জানাতে ই-মেইল করুন- bornomalatv@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।

বর্ণমালা টিভি'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

1

2

3

4

5

6

7

8

9

© ২০২০ সর্বস্বত্ব ® সংরক্ষিত। বর্ণমালা টিভি | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বে-আইনি, ডেভোলপ ও ডিজাইন: DONET IT